Friday, March 18, 2022

ব্যবসা করার সহজ ছোট উপায়


 


আমরা সকলে ব্যবসা সম্পর্কে নানান কথা সুনেছি। আমরা অনেকেই ব্যবসা করতে চাই আবার অনেকে ব্যবসা করতে ভয় পাই। যদি ব্যবসা তে দারাতে না পারি সেটা ভেবে। আমারা যদি এখনি ঝুকি না নেই তাহলে পরবর্তীতে আমরা আই ঝুকিটা নিতে পারব না। কারন শেষ সময়ে আমরা এতোটা ঝুকি নিতে পারি না। তাই আমাদের এখন থেকেই সব করতে হবে।


ব্যবসা না না ধরনের হতে পারে। কিন্তু সেটা যদি সহজে করতে চাই তাহলে আমাদের অনলাইন ব্যবসা এর দিকে জেতে হবে। এটা হতে পারে গেঞ্জি এর ব্যবসা অথবা বই এর ব্যবসা আরো হতে পারে বিভিন্ন ছোট আসবাবপত্র। এখন আমাদের নির্বাচন  করতে হবে আমরা কন দ্রব্য নিয়ে ব্যবসা করব। সেটা যাচাই করার জন্য আমাদের আসে পাসে কন দ্রব্য টা সহজলভ্য হিসাবে পাওয়া যাই সেটা দেখতে হবে আর সেটা জেনো সকালের চাহিদা থাকে। তাহলে আমরা সেটা অনলাইন এ বিক্রি করে ভালো একটা টাকার পরিমাণ লাভ করতে পারব। এখন আমাদের কাজ গুলো এক এক করে নিচে দেওয়া হলো। 


১. দ্রব্য বাছাই করা সবার চাহিদা অনুযায়ী। 

২. ফেসবুক অথবা গুগল এ সেই দ্রব্য এর বিজ্ঞাপন দিতে হবে।

৩. অডার পাওয়ার পর ক্রেতার সকল দিক ঠিক রেখে তাকে তার দ্রব্য সঠিক ভাবে তার কাসে পৌছে দেওয়া। 

৪. টাকা লেনদেন করা।


সব কিছু ঠিক রেখে করতে পারলে দেখা যাবে খুবি ভালো পরিমাণ টাকা মাস সেষে আয় করা যাচ্ছে। এভাবে আমরা সহজ উপায় এ ব্যবসা করতে পারি।


বিঃদ্রঃ- ব্যবসা করার জন্য অনেক বিষয় মাথাই রাখতে হয়। কারন এটাতে যে সকলে সফল হয় সেরকম কনো কথা নেয়। 

এর জন্য একটু ব্যবসা নিয়ে ধারনা দেওয়া দরকার। যেমন - 

কতো টাকা নিয়ে ব্যবসা সুরু করতে হয় সেটা বিবেচনা করা। দ্রব্য টা নিয়ে লাভ করা সম্ভব হবে কিনা সেটা ভাবা। অন্নদের পরামর্শ   নেওয়া আবার অন্নদের কথাই কান না দেওয়া। এখানে আমি বঝাতে চাচ্ছি নিজের কাছে ভালো মনে হলে সেটা করতে হবে আবার অন্নরা খারাপ কথা বললে সেটাতে কান দেওয়া যাবে না। 


No comments:

Post a Comment