Tuesday, March 15, 2022

কক্সবাজার এর মাহমুদুল হাসান তার প্রেমিকাকে হাসপাতালে বিয়ে করলো।

কক্সবাজার এর মাহমুদুল হাসান তার প্রেমিকাকে হাসপাতালে বিয়ে করলো।
 



তাদের সম্পর্ক অনেক দিনের হয়ায় বিয়ের কথা ছিল। কিন্তু প্রেমিকা ফাহমিতা হঠাৎ ক্যান্সার হয়ার কারনে সকলে ভেঙে পরে। কিন্তু মাহমুদুল হাসান তার ভালোবাসার পরিচয় দিতে তাকে হাস্পাতালেই বিয়ে করলেন। বিয়ের স্থান চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল।