ইউটিউব এ যারা নতুন তারা সব সময় এই (এস ই ও) সমস্যা এর ভিতরে পরে। তারা যখন ভিডিও আপলোড করে তখন তাদের ভিডিও খুজে পাওয়া যায় না। এটা সাধারণ একটা বিষয়। এটা নিয়ে চিন্তার কনো দরকার নাই। (এস ই ও) নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। অনেকের টা কাজ করে আবার অনেকের তা কাজ করে না। তবে আমাদের এই ইউটিউব জগতে সহজে কিছু করা জাই না। অবশ্যই আমাদের অনেক কষ্ট করতে হবে। তার জন্য নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। আর সেটা নিজের ইচ্ছা মতো ভিডিও হলেও হবে না। এমন ভিডিও হতে হবে জাতে সেটা সবার পছন্দ হয়। আর সে জেনো সেই ভিডিও টা সম্পুর্ন দেখে। তাহলে ইউটিউব বুজতে পারবে যে ভিডিও টা ভালো আর সেটা সবার কাছে পাঠানো সুরু করবে। এর পরেও আমাদের আর কিছু কাজ করতে হবে। আমরা যদি ইনভেস্ট না করি তাহলে অনলাইন জগতে ফ্রী সফল হওয়া অনেক কঠিন। আমাদের কে ইউটিউব চেনেল ভাইরাল করতে চাইলে সেটার এডস রান করতে হবে। জাতে আমদের চেনেল নিয়ে সকলে জানে। যখন সবার কাসে ভিডিও পওছে যাবে আর তার যদি ভিডিও ভালো লাগে তাহলে সে অবশ্যই চেলেন টি সাবস্ক্রাইব করে রাখবে।
ভিডিও নিজে থেকে ভাইরাল করতে চাইলে ছোট একটা দিক লক্ষ করতে পারি। যেমন- যে বিষয়ে আমরা ভিডিও বানাতে চাচ্ছি সেই টপিক তা গুগল এ অনুসন্ধান করতে হবে। ঠিক এরকম ভাবে। যেমন আমি অনুসন্ধান করে দেখাচ্ছি গেমিং ভিডিও।
আনুসন্ধানের পর দেখতে পারবে যে অনেক গুলো বিষয় এসেছে। তবে আমাদের কাজ হলো একদম নিচে চলে জাওয়া আর গুগল থেকে অন্নরা জেসব গেমিং নিয়ে আনুসন্ধান করে সেগুলো দেখা। ঠিক নিচের ছবির মতো।আমাদের পরের কাজ হলো উক্ত বিষয় গুলো ভিডিও টাইটেল দেওয়া। আর সেরকম টাইটেল অনুযায়ী ভিডিও বানানো। তাহলে যখন কোনো ভিউয়ার উক্ত টপিক আনুসন্ধান করবে তখন আপনার ভিডিও সামনে আসার একটা সম্ভাবনা আছে।
পরবর্তী যে বিষয় টি আমাদের লক্ষ্য করতে হবে সেটি হলো ভিডিও ট্যাগ। ভিডিও ট্যাগ এ আমাদের ভিডিও রিলেটেড ট্যাগ দিতে হবে। আর আমরা সেগুলো পেতে পারি ইউটিউব থেকেই। যেমন- ইউটিউব এ কনো বিষয় আনুসন্ধান করার সময় আমরা যখন কনো কিছু লিখি তখন সেই সম্পর্কে অনেক ট্যাগ আমরা নিচে লক্ষ্য করি। ঠিক নিচের ছবির মতো।
উক্ত ট্যাগ গুলো আমরা ভিডিও আপলোড করার সময় ট্যাগ এ দিতে পারি। এভাবে যদি আমরা নিয়মিত ভিডিও আপলোড করতে থাকি তাহলে এক সময় দেখা যাবে আমাদের ভিডিও আনুসন্ধানের সময় সামনে আসছে।







