Friday, March 18, 2022

ইউটিউব চ্যানেল (এস ই ও) করার বেস্ট উপায়

 ইউটিউব এ যারা নতুন তারা সব সময় এই (এস ই ও) সমস্যা এর ভিতরে পরে। তারা যখন ভিডিও আপলোড করে তখন তাদের ভিডিও খুজে পাওয়া যায় না। এটা সাধারণ একটা বিষয়। এটা নিয়ে চিন্তার কনো দরকার নাই। (এস ই ও) নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। অনেকের টা কাজ করে আবার অনেকের তা কাজ করে না। তবে আমাদের এই ইউটিউব জগতে সহজে কিছু করা জাই না। অবশ্যই আমাদের অনেক কষ্ট করতে হবে। তার জন্য নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। আর সেটা নিজের ইচ্ছা মতো ভিডিও হলেও হবে না। এমন ভিডিও হতে হবে জাতে সেটা সবার পছন্দ হয়। আর সে জেনো সেই ভিডিও টা সম্পুর্ন দেখে। তাহলে ইউটিউব বুজতে পারবে যে ভিডিও টা ভালো আর সেটা সবার কাছে পাঠানো সুরু করবে। এর পরেও আমাদের আর কিছু কাজ করতে হবে। আমরা যদি ইনভেস্ট না করি তাহলে অনলাইন জগতে ফ্রী সফল হওয়া অনেক কঠিন। আমাদের কে ইউটিউব চেনেল ভাইরাল করতে চাইলে সেটার এডস রান করতে হবে। জাতে আমদের চেনেল নিয়ে সকলে জানে। যখন সবার কাসে ভিডিও পওছে যাবে আর তার যদি ভিডিও ভালো লাগে তাহলে সে অবশ্যই চেলেন টি সাবস্ক্রাইব করে রাখবে। 


ভিডিও নিজে থেকে ভাইরাল করতে চাইলে ছোট একটা দিক লক্ষ করতে পারি। যেমন- যে বিষয়ে আমরা ভিডিও বানাতে চাচ্ছি সেই টপিক তা গুগল এ অনুসন্ধান করতে হবে। ঠিক এরকম ভাবে। যেমন আমি অনুসন্ধান করে দেখাচ্ছি গেমিং ভিডিও। 

আনুসন্ধানের পর দেখতে পারবে যে অনেক গুলো বিষয় এসেছে। তবে আমাদের কাজ হলো একদম নিচে চলে জাওয়া আর গুগল থেকে অন্নরা জেসব গেমিং নিয়ে আনুসন্ধান করে সেগুলো দেখা। ঠিক নিচের ছবির মতো। 


আমাদের পরের কাজ হলো উক্ত বিষয় গুলো ভিডিও টাইটেল দেওয়া। আর সেরকম টাইটেল অনুযায়ী ভিডিও বানানো। তাহলে যখন কোনো ভিউয়ার উক্ত টপিক আনুসন্ধান করবে তখন আপনার ভিডিও সামনে আসার একটা সম্ভাবনা আছে। 


পরবর্তী যে বিষয় টি আমাদের লক্ষ্য করতে হবে সেটি হলো ভিডিও ট্যাগ। ভিডিও ট্যাগ এ আমাদের ভিডিও রিলেটেড ট্যাগ দিতে হবে। আর আমরা সেগুলো পেতে পারি ইউটিউব থেকেই। যেমন- ইউটিউব এ কনো বিষয় আনুসন্ধান করার সময় আমরা যখন কনো কিছু লিখি তখন সেই সম্পর্কে অনেক ট্যাগ আমরা নিচে লক্ষ্য করি। ঠিক নিচের ছবির মতো। 


উক্ত ট্যাগ গুলো আমরা ভিডিও আপলোড করার সময় ট্যাগ এ দিতে পারি। এভাবে যদি আমরা নিয়মিত ভিডিও আপলোড করতে থাকি তাহলে এক সময় দেখা যাবে আমাদের ভিডিও আনুসন্ধানের সময় সামনে আসছে। 

ব্যবসা করার সহজ ছোট উপায়


 


আমরা সকলে ব্যবসা সম্পর্কে নানান কথা সুনেছি। আমরা অনেকেই ব্যবসা করতে চাই আবার অনেকে ব্যবসা করতে ভয় পাই। যদি ব্যবসা তে দারাতে না পারি সেটা ভেবে। আমারা যদি এখনি ঝুকি না নেই তাহলে পরবর্তীতে আমরা আই ঝুকিটা নিতে পারব না। কারন শেষ সময়ে আমরা এতোটা ঝুকি নিতে পারি না। তাই আমাদের এখন থেকেই সব করতে হবে।


ব্যবসা না না ধরনের হতে পারে। কিন্তু সেটা যদি সহজে করতে চাই তাহলে আমাদের অনলাইন ব্যবসা এর দিকে জেতে হবে। এটা হতে পারে গেঞ্জি এর ব্যবসা অথবা বই এর ব্যবসা আরো হতে পারে বিভিন্ন ছোট আসবাবপত্র। এখন আমাদের নির্বাচন  করতে হবে আমরা কন দ্রব্য নিয়ে ব্যবসা করব। সেটা যাচাই করার জন্য আমাদের আসে পাসে কন দ্রব্য টা সহজলভ্য হিসাবে পাওয়া যাই সেটা দেখতে হবে আর সেটা জেনো সকালের চাহিদা থাকে। তাহলে আমরা সেটা অনলাইন এ বিক্রি করে ভালো একটা টাকার পরিমাণ লাভ করতে পারব। এখন আমাদের কাজ গুলো এক এক করে নিচে দেওয়া হলো। 


১. দ্রব্য বাছাই করা সবার চাহিদা অনুযায়ী। 

২. ফেসবুক অথবা গুগল এ সেই দ্রব্য এর বিজ্ঞাপন দিতে হবে।

৩. অডার পাওয়ার পর ক্রেতার সকল দিক ঠিক রেখে তাকে তার দ্রব্য সঠিক ভাবে তার কাসে পৌছে দেওয়া। 

৪. টাকা লেনদেন করা।


সব কিছু ঠিক রেখে করতে পারলে দেখা যাবে খুবি ভালো পরিমাণ টাকা মাস সেষে আয় করা যাচ্ছে। এভাবে আমরা সহজ উপায় এ ব্যবসা করতে পারি।


বিঃদ্রঃ- ব্যবসা করার জন্য অনেক বিষয় মাথাই রাখতে হয়। কারন এটাতে যে সকলে সফল হয় সেরকম কনো কথা নেয়। 

এর জন্য একটু ব্যবসা নিয়ে ধারনা দেওয়া দরকার। যেমন - 

কতো টাকা নিয়ে ব্যবসা সুরু করতে হয় সেটা বিবেচনা করা। দ্রব্য টা নিয়ে লাভ করা সম্ভব হবে কিনা সেটা ভাবা। অন্নদের পরামর্শ   নেওয়া আবার অন্নদের কথাই কান না দেওয়া। এখানে আমি বঝাতে চাচ্ছি নিজের কাছে ভালো মনে হলে সেটা করতে হবে আবার অন্নরা খারাপ কথা বললে সেটাতে কান দেওয়া যাবে না। 


Tuesday, March 15, 2022

কক্সবাজার এর মাহমুদুল হাসান তার প্রেমিকাকে হাসপাতালে বিয়ে করলো।

কক্সবাজার এর মাহমুদুল হাসান তার প্রেমিকাকে হাসপাতালে বিয়ে করলো।
 



তাদের সম্পর্ক অনেক দিনের হয়ায় বিয়ের কথা ছিল। কিন্তু প্রেমিকা ফাহমিতা হঠাৎ ক্যান্সার হয়ার কারনে সকলে ভেঙে পরে। কিন্তু মাহমুদুল হাসান তার ভালোবাসার পরিচয় দিতে তাকে হাস্পাতালেই বিয়ে করলেন। বিয়ের স্থান চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল। 





Step 2. Create an account 

Step 3. Verify email 

Step 4. Start work and training 45 captcha.

Step 5. Now you can earn money solve captcha.



Payment methods - webmoney, bitcoin, lite coin, payeer, perfect money etc.


If you exchange this money,,,,, then any problem mail me this gamil- shahedhossain99999@gmail.com

Today newsx firsh post

 Hello friends! I am shahed. I try a new channel for you. you can read all news to my website.